Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের দাবিতে প্রধান শিক্ষকের বাড়ীতে ছাত্রী!

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রংপুরের পীরগঞ্জে এক এইচএসসি পরীক্ষার্থী বিয়ের দাবিতে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সাবুর বাড়ীতে অবস্থান করায় তাকে বেদম মারপিট করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় শত শত উৎসুক মানুষ প্রধান শিক্ষকের বাড়ীতে ভীড় জমিয়েছেন। গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের জামদানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সাবু। তিনি প্রায় ৩ বছর ধরে একই গ্রামের বাসিন্দা মামাতো শ্যালিকাকে বিয়ের প্রলোভন দিয়ে শারিরিক সম্পর্ক গড়ে নিয়মিত সম্ভোগ করছে। ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজ থেকে ওই ছাত্রী এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। স¤প্রতি ওই প্রধান শিক্ষকের শ্যালক ফিরোজ মিয়া পটলের জমিতে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক (দুলা ভাই) এবং ওই পরীক্ষার্থীনীকে হাতেনাতে আটক করে মারপিট করে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে গতকাল শনিবার সকালে ওই পরীক্ষার্থীনীকে তার পরিবারের লোকজন বাড়ী থেকে বের করে দেয়। ফলে সে বিয়ের দবিতে প্রধান শিক্ষক সাবুর বাড়ীতে অবস্থান নেয়। এ সময় প্রধান শিক্ষক, তার স্ত্রী শেফালী বেগম, ভগ্নিপতি, বোনসহ কয়েকজন বেদম মারপিট করে। রিপোর্টে লেখা পর্যন্ত বিয়ের দাবিতেই প্রধান শিক্ষকের বাড়ীতে অবস্থান করছিল ওই ছাত্রী। প্রলোভনের শিকার প্রতারিত ওই ছাত্রী জানায়, এসএসসি’র আগ থেকেই সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারিরীক সম্পর্ক করে আসছে। স¤প্রতি আমাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে। প্রধান শিক্ষক সাবু মোবাইলে বলেন, এটি ষড়যন্ত্র। উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান বলেন,ওই শিক্ষকের ব্যাপারে সবকিছু শুনেছি। আজ (গতকাল শনিবার) স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, সেটিও এলাকাবাসী আমাকে জানিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, বিষয়টি শুনেছি। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে ওই পরীক্ষার্থীনী আইনের আশ্রয় নিতে পারবে।



 

Show all comments
  • bashar abudullah ২৫ জুন, ২০১৮, ৬:৩০ পিএম says : 0
    "Headmaster" namok ei JANUAR tar bichar hawa uchit.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ