Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মাপাড়ে পরিচ্ছন্নতা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

শহর আমার দায়িত্বও আমার এই শ্লোগান সামনে রেখে তরুণরা গতকাল বিকেলে পদ্মাপাড়ের মুক্ত মঞ্চ এলাকায় শহর পরিচ্ছন্নতা ও গণসচেতনতা প্রচারাভিযানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পদ্মা নদীর ধারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র আয়োজনে ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, তরুণদের উজ্জীবিত করে যে কোন ভাল কাজ করা সম্ভব। আর পরিচ্ছন্নতার মত এমন একটি মহৎ কাজ তা অবশ্যই সম্ভব। সামাজিক সংগঠনগুলোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি। বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্¦য়কারী শহিদুল ইসলাম, ইয়েস’র প্রতিষ্ঠাতা পরিচালক শামীউল আলীম শাওন, এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন আই এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম নবী রনি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ নানা পেশাজীবী মানুষ প্রচারাভিযানে অংশ গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মাপাড়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ