রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই খালার বাড়িতে বেড়াতে এসে কেপিএম ছাদেকের ঘোনার মৃর্ত নুরু মোহাম্মাদের ছেলে ইব্রহিম খলীল (২৭) নির্মমভাবে খুন হয়েছে। থানা সুত্রে জানাযায়, শুক্রবার রাতে রেশমবাগান কাপ্তাই-চট্রগ্রাম সড়কের ওপর গলার পিছনের দিকে কুপিয়ে নির্মম ভাবে কে বা কাহারা খুন করে সড়কের ওপর ফেলে রেখে যায়। এদিকে নিহত ব্যাক্তির ছোট ভাই মোঃ ইসমাইল জানান, দীর্ঘ ৬/৭মাস পূর্বে এলাকার নামকরা কয়েকজন সন্ত্রাসী আমার ভাইকে প্রাণ নাশের হুমকি দেয়। এই ভয়ে নিরাপদ হিসাবে আমার ভাইকে কেপিএম এলাকা হতে রাাঙামাটির মাইনী দিন মজুরের কাজের জন্য পাঠিয়ে দেই। ভাই এতমাস পড়ে আমার খালার বাড়ি বারঘোনায় ৩/৪ দিন পূর্বে বেড়াতে আসলে পূর্বশ্রুতার জেরধরে সন্ত্রাসীরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন। কাপ্তাই থানা পুলিশ লাশ গতকাল শনিবার রাঙ্গামাটি মর্গে পাঠিয়েছে এবং এ ব্যাপারে ছোট ভাই ইসমাইল বাদি হয়ে কাপ্তাই থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।