Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসিতে এ প্লাস ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হল চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী সদস্য নুর আলম সিদ্দিকী, অভিভাবক সদস্য হাজী নজরুল ইসলাম, মো: সোলায়মান বাদল, অলক দাশ, আনোয়ার হোসেন, দাতা সদস্য মৃদুল দেব, শিক্ষক কৃষ্ণা মহাজন, চন্দন কান্তি নাথ, লিটন চৌধুরী, সুনীল কুমার বড়–য়া প্রমুখ। এতে প্রধান অতিথি এ বিদ্যালয়কে সরকারিকরণে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি এ বিদ্যালয়ের জন্য ৬ তলা বিশিষ্ট একটি ভবনের কাজ শীঘ্রই শুরু করবে বলে জানান। তিনি এ বিদ্যাপীঠের জন্য শেখ রাসেল কম্পিউটার ল্যাব করে দেওয়ার আশ্বাস দেন। বর্তমানে কম্পিউটার ল্যাব সহ বাথরুমের উন্নয়নের জন্য তার নিজ তহবিল থেকে আড়াই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ