Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাচীর ধসে ৪ শিক্ষার্থী আহত

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১:৫৫ পিএম

পাবনায় বালুর ট্রাকের ধাক্কায় স্কুলের প্রাচীর ধসে ২য় শ্রেণীর ৪জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শহরের মুজাহিদ ক্লাব সংলগ্ন শিব-রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান নির্মাণ কাজের জন্য একটি বালি ভর্তি ট্রাক আজ (শনিবার) সকাল ৯ টার দিকে ঐ বিদ্যালয়ের ঢাকা রোড লাগোয়া প্রাচীরে ধাক্কা দিলে শ্রেণী কক্ষে প্রবেশের প্রাক্কালে ৪জন শিশু শিক্ষার্থী ইটের আঘাতে গুরুতর আহত হয়। উত্তেজিত অভিভাবক ও এলাকার লোকজন বিদ্যালয়ে প্রবেশ করেন এবং প্রধান শিক্ষক ও অন্য শিক্ষক সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে । খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক আহত শিক্ষার্থীদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন। শিবরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কবীর ইনকিলাবের এই প্রতিনিধিকে জানান, নির্মাণ কাজের জন্য বালু নিয়ে আসা একটি ট্রাক স্কুলের সীমানা প্রাচীরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের ২য় শ্রেণীর ৪জন শিক্ষার্থী আফরিন, আফসানা, আল আমিন এবং মো. ইসমাইল আহত হয়। এদের মধ্যে আফরিন ও ইসমাইলকে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলে পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন নিজ উদ্যোগে তাদের চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করেন। পাবনায় এই খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের উদারতা প্রশংসিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ