বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ইসলাম (২৫) গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চাটমোহরস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সে আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলী খাঁন জানেিয়ছে স্টেশনের অদূরে রেল লাইনের ওপর বসে ছিল সিরাজুল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্লাটফর্মে প্রবেশের মূহুর্তে সিরাজুল ট্রেনের নিচে মাথা পেতে দেয়। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আদৌ সে আত্মহত্যা করেছে নাকি শত্রুতাবশত কেউ সিরাজুলকে ট্রেনের নিচে ধাক্কা দিয়েছে তা এক রহস্যের সৃষ্টি করেছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়াগেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।