Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ-আমলা সঙ্গে না থাকলে সরকারের পতন হবে -মনজুরুল আহসান খান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, বর্তমান সরকার আমলাতন্ত্র এবং পুলিশের ওপর নির্ভর করে চলছে। তাদের জনসমর্থন নেই। পুলিশ এবং আমলারা সঙ্গে না থাকলে বর্তমান সরকারের পতন ঘটবে। গতকাল (শুক্রবার) যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত যুব বিদ্রোহের ৮৮তম বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং জনসমর্থনহীন সরকারের বিরুদ্ধে যুব বিস্ফোরণ ঘটাতে হবে। দেশে চলমান গুম-খুন, অন্যায়, দুর্নীতি, ধর্ষণ, লুটপাটের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে হবে যুব সমাজকে।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ণ বড়ুয়া। আরও বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুবনেতা মোঃ আমির হোসেন খান, আসাদুজ্জামান মাসুম ও উজ্জ্বল সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ