বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের এই অভিযাত্রাকে টেকসই করতে হলে আগামী ছয় বছর দৃঢ়তার সাথে সামনের দিকে এগুতে হবে। তিনি গতকাল শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ২১তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে এখন ৬৯০ এরও অধিক লায়ন্স ক্লাব আছে। যেখানে হাজারো লায়ন্স সদস্য আছেন। চট্টগ্রামে তদানীন্তন পূর্ব পাকিস্তানে লায়নিজমের সূচনা করেন এমআর সিদ্দিকী। যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করেছেন। লায়ন্সের জেলা গভর্নর মোহাম্মদ মনজুর আলম মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে প্রথম ভাইস জেলা গভর্নর নাসিরুদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুন মালেক, সাবেক গভর্নর শাহ আলম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।