Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রেমের টানে স্বামীকে তালাক দিয়ে তাছলিমা আক্তার (১৯) বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। প্রেমিকের প্ররোচনায় স্বামীকে ছেড়ে তার কথামত বাড়িতে এসে অবস্থান করলেও বর্তমানে প্রেমিক ছাগির হোসেন খান (২১) লাপাত্তা। এদিকে ছাগিরের পরিবারের লোকজন তাছলিমার ওপর অমানবিক নির্যাতন করে আসছে অভিযোগ ওঠেছে। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার গোলকপুর এলাকায় মাছ ব্যবসায়ী রতন মিয়ার বাড়িতে, ছাগির মিয়া রতন মিয়ার পুত্র। তাছলিমা আক্তার এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামের জয় হোসেনের কন্যা। সে চলতি বছর গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাছলিমা জানায় প্রায় দু’বছর আগে তার বিয়ে হয় পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার জনৈক শাহিন মিয়ার সাথে। বিয়ের পর কিছুদিন স্বামীর বাড়িতে অবস্থান করে সে চলে আসে গৌরীপুর নিজ পিত্রালয়ে। এসময় স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখিত ছাগির মিয়ার সাথে। একপর্যায়ে ছাগির মিয়া তাছলিমাকে বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে তার স্বামীকে তালাক দেয়ার পরামর্শ দেয়।প্রেমিকের কথামত স্বামীকে গত বৃহস্পতিবার তালাক দিয়ে ওইদিন রাত থেকেই ছাগিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে তাছলিমা। ঘটনার পর থেকে প্রেমিক যুবক বাড়ি থেকে আত্মগোপনে রয়েছে। এদিকে তাছলিমার পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে বাড়িতে অমানুসিক নির্যাতন করছে ছাগিরের পরিবারের লোকজন। গতকাল শুক্রবার দুপুরে উল্লেখিত গোলকপুর এলাকায় তাছলিমার সাথে কথা বলার সময় স্থানীয় সাংবাদিকদের বাঁধা দিয়ে তাদের সামনে থেকে তাছলিমাকে টেনে হিঁচরে নিয়ে ঘরে আটকে রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামীকে তালাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ