Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ডি এ তায়েবের নতুন সিনেমা অন্ধকার জগত শেষ পর্যায়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বদিউল আলম খোকনের পরিচালনাধী ‘অন্ধকার জগত’ সিনেমাটির শূটিং শেষ পর্যায়ে। একটি গানের শূটিং বাকী রয়েছে বলে পরিচালক জানান। গানটির শূটিংয়ের মাধ্যমে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হবে। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, আলেক জেন্ডার বো, মারুফ, বাশেদ শিমন, মৌমিতা মৌ, মিশা সওদাগর, আনোয়ারা বেগম, বড়দা মিঠুসহ আরো অনেকে। সিনেমাটি নিয়ে ডি এ তায়েব বলেন, দর্শক আমাকে এবার সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবে। এতে অভিনয় করতে গিয়ে নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে। সিনেমার চরিত্র রূপায়ণ করতে গিয়ে নিজের বাস্তব জীবনকে প্রায় ভুলে গিয়েছিলাম। আমি চেষ্টা করেছি, চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দর্শকের কাছে একটি বাস্তব চরিত্র উপস্থাপন করতে। সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না। সিনেমাটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। প্রযোজনা করছে এস জি প্রোডাকশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ