রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুরে জমি জমা সংক্রান্তে ও পূর্বের শত্রুতার জের ধরে রোপণকৃত ইরি-বোরো ধানে বিষাক্ত ওষুধ ছিটিয়ে প্রায় পাঁচ একর জমির ধান পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর মৌজায়। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ উঠতি ইরি-বোরো ধানে বিষাক্ত ওষুধ ছিটিয়ে আবাদি ধান নষ্ট করেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা হলেন- ওয়াজেদ আলী, রাকিবুর, গোলাম রব্বানী, সামছুল হক, মমিনুল ইসলাম, ছালাম আলী, রিয়াজুল ইসলাম, আবুল কাশেম ও আলতাব হোসেন। হাবিবপুর মৌজার দুই একর ৩৭ শতক জমিতে পূর্বের বিরোধ থাকায় এ ঘটনাটির আবির্ভাব। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছাবেনুর রহমানকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অবহিত করেছেন। ক্ষতিগ্রস্তর বিষয় মামলা প্রস্তুতি চলছে। ওই এলাকায় ক্ষতিগ্রস্তরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।