Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্তা স্কুলের সুবর্ণ জয়ন্তী ২৮ এপ্রিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাউজান হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী আগামী ২৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। বিশাল আয়োজনের এ অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল। প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। প্রক্তন ছাত্র পরিষদ ও স্কুল পরিচালনা কমিটি যৌথ উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। বাস্তবায়ন কমিটির আহবায়ক শিল্পপতি মোহাম্মদ মুছা ও সচিব টিভি সাংবাদিক নুর মোহাম্মদ রানা জানান সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। অনুষ্ঠানে নবীণ ও প্রবীণদের মিলনমেলায় থাকবে আলোচনা সভা, র‌্যালি, মরণোত্তর শিক্ষক সম্মাননা, মধ্যহৃভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫০ বছরের বিভিন্ন স্মৃতির ইতিহাস সম্পর্কিত প্রকাশনা উৎসবসহ নানাবিদ আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্তা স্কুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ