Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি পরিচয়ে রিজভীর বাসায় অপরিচিত লোক

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাসায় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে হঠাৎ করেই সাদা পোশাকে কয়েকজন অপরিচিত লোক ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) লোক হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা। তিনি বলেন,, আমি বাসায় ছিলাম না। বিকেল ৫ টায় অফিস শেষে বাসায় ফিরে আসি। মিনিট দশেক পরই দেখি বাসার দারোয়ান শফিকুল উপরে উঠে আমাকে জানায় ৪ জন প্রশাসনের লোক এসেছে। বাসায় ঢুকতে চায়। কিন্তু তাদের গায়ে কোনো বাহিনীর পোশাক বা পরিচয়পত্র ছিলনা। একপর্যায়ে রিজভীর স্ত্রী নিচে নেমে তাদের সাথে কথা বলেন। আগন্তুকরা নিজেদেরকে ডিবির লোক পরিচয় দিয়ে বলেন, এখানে আর্মির একটি অপারেশন হবে। সেজন্য আপনার বাসার সিসি টিভির ফুটেজ দেখতে হবে। এটা কে চালায়, কতদূর পর্যন্ত কাভার করে তা জানা দরকার। প্রত্যুত্তরে আঞ্জুমান আরা বলেন, এটা আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। আপনারা কেনো তা দেখবেন? এসময় চারজনের মধ্যে একজন খুবই উত্তেজিত হয়ে অমূলক কথা বার্তা বলতে থাকেন। তিনি খারাপ আচরণ করেন। সেসময় বাসার সামনেই একটি সাদা মাইক্রোবাস এবং পুলিশের একটি ভ্যান সহ আরো একটি গাড়ি ছিল। প্রায় ঘণ্টাখানেক পর ওই লোকগুলো ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় বলে জানান আঞ্জুমান আরা। এদিকে আকস্মিকভাবে বাসায় ডিবি পরিচয়ে চারজন লোক প্রবেশের চেষ্টার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তার পরিবার উদ্বিগ্ন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবি

২০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ