Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে যুবলীগের দু-গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ৪

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ। গতকাল শনিবার দুপুর ১ ঘটিকার সময় এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সমর্থক ও সদরের সাংসদ নিজাম হাজারীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই সময় হাজী রহিম উল্যাহ সমর্থক স্থানীয় ইউপি সদস্য শিপন শতাধিক সহযোগী নিয়ে তাকিয়া বাজারে অবস্থান নেয়। এ সময় নিজাম হাজারী সমর্থক ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম মোটরসাইকেল যোগে ওই স্থান অতিক্রম করার সময় তাকে ধাওয়া করে শিপনের সহযোগিরা। এ খবর ছড়িয়ে পড়লে সেলিম সমর্থিত ১০/১২জন যুবলীগ কর্মী শসস্ত্র অবস্থায় শিপন ও তার সহযোগিদের ধাওয়া করলে, উভয় গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের গোলা-গুলিতে যুবলীগ কর্মী রিপন (৩৬), নিজাম উদ্দিন (৩৩) বাচ্চু মিয়া (৩৫) ও মামুন (২৬) গুলিবিদ্ধ হয়। আহতরা সকলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনাগাজীতে যুবলীগের দু-গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ