Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিড়ি শিল্প রক্ষার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অতিরিক্ত কর আরোপ না করে বিড়ি শিল্পকে রক্ষা ও এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিককে বেকারত্বের হাত থেকে রক্ষাসহ সাত দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা পক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকায় আয়োজিত এ মানববন্ধন থেকে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, মো. আলী আজগর, মো. রেজভি, মো. হাবিব, তমিজ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিড়ি শিল্পকে ধ্বংসের জন্য বিদেশী কিছু তামাক কোম্পানী তৎপর হয়েছে। সিগারেটের তুলনায় বিড়ির ওপর অতিরিক্ত কর আরোপ করে এ শিল্পকে বেকায়দায় ফেলা হচ্ছে বারবার। তারা বলেন, এ শিল্প ধ্বংস হয়ে গেলে এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। তাই এ শিল্পকে বন্ধ না করে কুটির শিল্প ঘোষণার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিড়ি শিল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ