Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষুব্ধ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা!

নগরকান্দা-সালথায় নৌকার মাঝি কে?

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলার নগরকান্দা-সালথা উপজেলায় নৌকার মাঝি কে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে? এ আসন থেকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরে নির্বাচন করে আসছে। আগামী একাদশ জাতীয় নির্বাচনে স্বাস্থ্যগত কারণে নির্বাচন নাও করতে পারেন। এ নিয়ে আতংক ও হতাশার মধ্যে আছে নগরকান্দা ও সালথা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুঞ্জন শোনা যাচ্ছে, নগরকান্দা সালথা আসনে তৃতীয় নেতার আর্বিভাব হতে পারে। সেই নেতা নগরকান্দা সালথার বাসিন্দা নন। এ কারণে ক্ষুব্ধ সাধারণ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে নগরকান্দা সালথার একাধিক নেতাকর্মীরা জানান, নগরকান্দা-সালথা আসনে যাকেই নৌকার মাঝি বানাবে আমরা তাকেই মেনে নিব। তবে সেই নেতা নগরকান্দা-সালথার বাসিন্দা হতে হবে। অন্য উপজেলা বা জেলা থেকে কোনো নেতাকে এ আসনে মনোনয়ন দিলে আমরা কিছুতেই মেনে নেব না। যদি এ আসন থেকে অন্য জেলা উপজেলার নেতাকে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ভোট দেওয়া থেকে বিরত থাকবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষুব্ধ আওয়ামী লীগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ