Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আশ্রয়স্থল আদালতেও ন্যায়বিচার মিলছে না -ডা. শাহাদাত হোসেন

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নেই উল্লেখ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের শেষ আশ্রয়স্থল আদালতেও ন্যায়বিচার মিলছে না। সরকার আদালতকেও প্রভাবিত করছে। সরকারের কারণে ন্যায়বিচার আজ নির্বাসিত। তিনি গতকাল (বুধবার) ৮ ফেব্রæয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশের দায়ের করা দুটি মামলায় হাজিরা শেষে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও ন্যায় বিচার পাচ্ছেন না। তিনি চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। বিনা ভোটে নির্বাচিত হয়ে এই অবৈধ সরকার ক্ষমতাকে জবর-দখল করে রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট, সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট নেজাম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ