Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল দুধ বিরোধী অভিযান চলছেই

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাবে গত ১০ এপ্রিল ‘সাদা দুধের কালো ব্যবসা’ বিষাক্ত নকল দুধের ক্রিম থেকে তৈরী হচ্ছে দই মিষ্টি খাঁটি গাওয়া ঘি শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর প্রশাসনের ভেজাল দুধ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছেই। গতকাল বুধবার সকালে দ্বিতীয় দফা এই ভেজাল সিন্ডিকেটের নিরাপদ আস্তানা বলে পরিচিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অসাস্থ্যকর পরিবেশের দুধ সংগ্রেহের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় নকল গবাদিপশুর ওষুধ তৈরী কারক মোহনপুর বাজারের অমরেশ চন্দ্র নামে পশু চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো.ফারুক সুফিয়ান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.মাহফুজুর রহমান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.গোলাম মোস্তফা, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম রন্টু। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান জানান, কাউকে এক ফোটা দুধও ভেজাল করতে দেয়া হবে না। এই অভিযান অব্যহত রাখা হবে। প্রতিটি ভেজালকারী এবং এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল

৩ নভেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
২৩ অক্টোবর, ২০২১
২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ