প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘হাই জ্যাক’, ‘নানু কি জানু’ এবং ‘ওমার্তা’ ফিল্ম চারটি মুক্তি পাবে আগামীকাল। এই সপ্তাহের চারটি ফিল্মের মধ্যে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি পরিচালনা করেছেন বিশ্বখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদি। জি স্টুডিওস এবং নামাহ পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শারিন মান্ত্রি কেদিয়া এবং কিশোর অরোরা। এ. আর. রহমান চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। ড্রামা ফিল্মটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, মালবিকা মোহানন, গৌতম ঘোষ, জি. ভি. শারদা, তনিস্থ চ্যাটার্জি, দ্বানি রাজেশ, মিয়া মায়েলজার এবং হিবা শাহ। একটি চলচ্চিত্র উৎসবে গত বছর ফিল্মটির প্রিমিয়ার হয়েছে। ফ্যান্টম প্রডাকশন্সের ব্যানারে কমেডি ফিল্ম ‘হাই জ্যাক’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন নিখিল জাকাতদার, অরুণ প্রকাশ, বিকাস বাহল, বিক্রমাদিত্য মোটওয়ানে এবং মাধু মান্তেরা। আকর্ষ খুরানার পরিচালনায় অভিনয় করেছেন সুমিত ব্যাস, সোনালি সেইগাল, মান্ত্রা, কুমুদ মিশ্র, সার্থক কাকার, মুজাম্মিল এস. কুরেশি এবং রাধিকা বাঙ্গিয়া। সঙ্গীত পরিচালনা নিউক্লিয়া, শ্বেতাঙ্গ শঙ্কর, স্রোচিতা, রজত তিওয়ারি এবং অনুরাগ সাইকিয়া। ‘নানু কি জানু’ মুক্তি পাচ্ছে ইনবক্স পিকচার্স প্রাইভেট লিমিটেডের ব্যানারে। কমেডিটি প্রযোজনা করেছেন সাজিদ কুরেশি। ফারাজ হায়দারের পরিচালনায় অভিনয় করেছেন অভয় দেওল, পত্রলেখা, বৃজেন্দ্র কালা, মনু ঋষি চাদা, রাজেশ শর্মা, মনোজ পাহভা এবং হিমানী শিবপুরি। সঙ্গীত পরিচালনায় মিত ব্রাদার্স, জিত গাঙ্গুলী, বাবলি হক, গুনভন্ত সেন, মিরা সরকার, সাজিদ আলি, ওয়াজিদ আলি এবং সচীন গুপ্ত। এছাড়া কাল মুক্তি পাবে হানসাল মেহতা পরিচালিত বায়োগ্রাফিকাল ক্রাইম ড্রামা ‘ওমার্তা’; অভিনয় করেছেন রাজকুমার রাও, রাজেশ তাইলাঙ এবং রুপিন্দর নাগরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।