Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আদালতের আদেশ অমান্য করে প্রাণ নাশের হুমকি

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দামদরদী গ্রামের সোহরাব মাতুব্বরের কন্যা রেশমা বেগমের সাথে একই এলাকার চুন্নু মুন্সির পুত্র সবুজ মুন্সির সাথে পারিবারিকভাবে ২৮/২/২০১০ তারিখে বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিল রেশমার পিতার নিকট থেকে। যৌতুক দিতে না পারায় তার পর থেকেই রেশমার ওপর স্বামী সবুজ মুন্সি ও শ্বশুর বাড়ীর লোকজন নানা ধরণের অত্যাচার চালাইতে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরে রেশমা বাধ্য হয়ে পিতার বাড়ী চলে যায়। দীর্ঘদিন পিতার বাড়ী থাকা অবস্থায় স্বামী সবুজ মুন্সি কোন খোঁজ খবর না রাখা ও ভরনপোষণ না দেওয়ায় রেশমা বেগম পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন মামলায় এক তরফা ডিগ্রী পায় রেশমা বেগম। উক্ত রায়ে পারিবারিক আদালত এক মাসের মধ্যে সবুজ মুন্সিকে এক লক্ষ ও দশ হাজার টাকা দেন মোহর ও খোর পোশ বাবদে এককালীন দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু সবুজ মুন্সি আদালতে ডিগ্রী প্রাপ্ত টাকা না দিয়ে রেশমা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। রেশমাসহ পরিবাররা এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। রেশমার বাবা সোহরাব মাতুব্বর জানান, আমরা নিতান্তই গরীব। আমাদের দিন এনে দিন খেতে হয়। সবুজ মুন্সী একজন ভয়ানক সন্ত্রাসী। যে কোন সময় আমাকে ও আমাদের পরিবারকে মেরে ফেলতে পারে। তিনি আরও বলেন, এ মামলায় আদালত সবুজের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারী করেছে। কিন্তু পুলিশ সবুজকে গ্রেফতার করছে না। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার পরিবার ও আমার মেয়েকে আপনারা বাঁচান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতের আদেশ অমান্য করে প্রাণ নাশের হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ