নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অবশেষে বুঝি ভাগ্য খুলতে যাচ্ছে তুষার ইমরান, নাইম ইসলাম, শাহরিয়ার নাফিসদের মতো দেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফর্মারদের। এমনটাই আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানিয়েছেন আসন্ন এইচপি এবং ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটারদের।
আর ‘এ’ দলে ভালো খেললে জাতীয় দলের দুয়ারও খুলে যেতে পারে ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের। যদিও এক্ষেত্রে দুটি দিক বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা তাদেরকেই নিবো যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। তবে আমরা দুটি ক্রাইটেরিয়া দেখবো ‘এ’ দল গঠনের ক্ষেত্রে- জাতীয় দলের জন্য যারা দ্রæত রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে এবং যারা আগামী ১ অথবা ২ বছর জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।’
আগামী ২৩শে মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের জন্য শীঘ্রই দল ঘোষণা করা হবে যেখানে ২০-২২ জন সদস্য বাছাই করা হবে। অবশ্য এইচপি কিংবা ‘এ’ দলে কারা জায়গা পেতে পারেন সেই সম্পর্কে কিছু খোলাসা করেননি টাইগারদের প্রধান নির্বাচক। শুধু জানিয়েছেন দল গঠন করা হবে মূলত সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণে। নান্নুর ভাষ্যমতে, ‘এই দলটি হবে সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণ। আমি কারো নাম বলতে পারছি না। প্রথমে দলটিকে প্রস্তুত করতে হবে, আমরা বিসিএলের পর বসবো এবং সিদ্ধান্ত নিবো যে কারা এইচপিতে যাচ্ছে এবং কারা ‘এ’ দলএ যাচ্ছে। এর দুই সপ্তাহ পরে জাতীয় দলের একটি ট্রেনিং ক্যাম্প আছে এবং আমাদের এর জন্যও একটি প্রাথমিক স্কোয়াড গঠন করতে হবে। আমরা আগামী সপ্তাহে এই নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’
শুধু তাই নয়, দল নির্বাচনে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার সামর্থ্যরে কথাও মাথায় আনা হবে বলে নিশ্চিত করেছেন নান্নু। আর ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরকেও বঞ্চিত করা হবে না উল্লেখ করেছেন তিনি। বলেছেন, ‘যারা এখন পর্যন্ত ভালো খেলেছে, তাদের বঞ্চিত করা হবে না। আর কিছু ক্রিকেটারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে তারা কতটা সামর্থ্যবান হবে এবং কতটা টেকনিক্যাল হতে পারবে তারা আন্তর্জাতিক অঙ্গনে। ঘরের মাঠে খেলা এক বিষয় আর বাইরের দেশে খেলা আরেক বিষয়।’ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরো যোগ করেছেন, ‘যেহেতু ‘এ’ দল ঘরের মাটিতে খেলবে, আমরা এই বিষয় নিয়ে ভাববো এবং আগামী সপ্তাহে জানাবো। অবশ্যই, পারফর্মেন্সের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। তবে আপনাকে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে সামর্থ্যরে কথা চিন্তা করতে হবে।’
ক্রিকেটে ‘ফুটবল’ নিষেধ!
স্পোর্টস রিপোর্টার : অনুশীলনে হোক বা অবসরে, ক্রিকেট প্লেয়ারদের ফুটলব খেলাটা এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। ধোনি-কোহলিদেরতো নিয়মিত ম্যাচ খেলতে দেখা যায় ফুটবলে। কম যান না টাইগার ক্রিকেটারাও। তবে সবদিক বিবেচনাতে এনে এবার সাকিব-তামিমদের ফুটবল থেকে দূরে রাখতেই আটঘাট বেঁধে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেটারদের ফুটবল বিমুখ করার পিছনে যথেষ্ট কারণও আছে বৈকি। ফুটবল খেলতে যেয়েই বিপত্তি বাধাচ্ছেন ক্রিকেটাররা। একের পর এক পড়ছেন ইনজুরিতে। মাত্র কয়েকদিন আগেই অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। পরবর্তীতে জানা গেছে অন্তত ছয় মাসের জন্য মাঠের বাইরে কাটাতে হবে তাকে। নাসিরের পর ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছে না তার। সেজন্য অনেকটা বাধ্য হয়েই ক্রিকেটারদের ফুটবল খেলায় উপর বিধি-নিষেধ আরোপের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। গতকাল বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘এটা নিয়ে অবশ্যই বিধি-নিষেধ আরোপ করা হবে। কারণ অধিকাংশ প্লেয়ারই ফুটবল খেলতে যেয়ে ইনজুরিতে পড়ছে। টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রæতই তাদের সিদ্ধান্তের কথা জানাবে।’
ঢাকা লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পর ছুটিতে গেছিলেন নাসির হোসেন। সেখানেই অবসরে ফুটবল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই অলরাউন্ডার। এরপর দিন পাঁচেক আগেই বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড চলাকালীন অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান মুশফিকুর রহিম। বিসিএলের দুই রাউন্ড খেলতে পারবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ফুটবল খেলতে যেয়ে অবশ্য চোটে পড়ার শুরুটা করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। গতবছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে অনুশীলনে নামার আগে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।