Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ছবিতে পুলিৎজার পুরস্কার জিতে নিলো রয়টার্স

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রোহিঙ্গাদের ছবি তুলে সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগের এই পুরস্কারটির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগেও পুরস্কার জিতেছে বার্তা সংস্থাটি। রয়টার্স এই প্রথম একসঙ্গে দুটি পুলিৎজার পুরস্কার জিতেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির খবর ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস ও ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট যৌথভাবে পুরস্কার পেয়েছে। রোহিঙ্গা সংকটের ফিচার ছবি প্রকাশ করায় আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে পুলিশের কিলিং স্কোয়াডের নীতি প্রকাশ করে আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগেও পুরস্কার পেয়েছে রয়টার্স। রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক বিষয়ে এ বছর অনেক পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। এমন সময়ে অনেক আশঙ্কা ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে নজর কাড়তে পারায় রয়টার্সের কর্মী হিসেবে আমরা গর্বিত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ