Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু -তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা : শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে গতকাল বিকেলে ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু । বিশেষ অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, তথ্য উপসচিব বাবু সুরত কুমার সরকার, ফেনীর পুলিশ সুপার মোঃ রেজাউল হক, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ,সিভিল সার্জন ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী। অন্যদের মধ্যে ছাগলনাইয়া পৌর সভার মেয়র মোঃ আলমগীর বিএ, জাসদের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম এলএলবি, উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজী আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হবু নাগরিকদের (নতুন প্রজন্ম) উদ্দেশ্যে বলেন, আপনি যে মাটিতে বসে আছেন এ মাটি আমরা ৭১-এ মহান মুক্তিযদ্ধের সময় যুদ্ধ করে অর্জন করেছি। এ মাটিতে এখনই যদি পরীক্ষা করেন, এক মুঠো মাটি হাতে নেন, দেখবেন এক ফোটা রক্ত বের হচ্ছে। এ রক্ত শহীদের রক্ত। মা বোনের নির্যাতনের রক্ত। ষোল কোটি মানুষ রক্তের ওপর দাঁড়িয়ে আছে। সুতরাং সে রক্তের ঋণ মাথায় নিয়ে আমি আপনি দাঁড়িয়ে আছি। বীর মুক্তিযোদ্ধাদের বিনিময়ে পেয়েছি এ দেশ। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতির কথা বলুন, বিদ্যার কথা বলুন, বিয়ে সাদীর কথা বলুন- শুরুতে ভগমান- আল্লাহর নামে শুরু করেন, ঠিক তেমনি আমাদের কোন আচার অনুষ্ঠানের সময় আল্লাহর নামের সঙ্গে এ দেশের শহীদদের নাম আমরা স্মরণ করব এবং তাদের শ্রদ্ধা জানাব, মুক্তি যোদ্ধাদের সম্মান জানাব এবং আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সালাম জানাব। তিনি আরো বলেন, যে জাতি বীরের সম্মান দেয় না, সে জাতি বীরের জন্ম দেয় না। যুগে যুগে প্রত্যেক যুগে নতুন নেতা তৈরি করতে হবে হয়। নতুন বীরের জন্ম দিতে হয়। সে জন্য যারা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেনা তাদের গর্ভ থেকে কোন বীরের জন্ম হবে না বলেও তিনি বলেছেন।
তথ্য মন্ত্রী আরো বলেন, আগুন সন্ত্রাসী, দানব, রাজাকার ও জঙ্গিবাদীদের সঙ্গে কখনো মিটমাট হবে না। ওদেরকে ধ্বংস করে দিতে হবে। জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি উন্নয়ন ও গণতন্ত্রের শত্রæু। দারিদ্র, লিঙ্গ বৈষম্য, জলবায়ু সমস্যার সক্ষমতা অর্জন এবং জঙ্গীবাদকে ধ্বংস করার যুদ্ধে নেমেছি। আমি নিরপেক্ষ নই। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও সমাজবাদের পক্ষে। নারীকে বন্ধী করে রাখার চক্রান্ত করছে কাঠমোল্লা ও ধান্ধাবাজ মোল্লা, যে পুরুষ নারীর দিকে চোখ তুলে তাকায় তারা কুলাঙ্গার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু -তথ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ