প্রতিশ্রুত ট্যাঙ্কের মাত্র এক চতুর্থাংশ ইউক্রেনকে দিচ্ছে পশ্চিমারা
ব্রিটেনের সানডে টাইমস রোববার জানিয়েছে, এপ্রিলের শুরুর মধ্যে ইউক্রেন পশ্চিম-প্রতিশ্রুত ট্যাঙ্কগুলোর এক চতুর্থাংশের কম পাবে। এতে
স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতে মহিলা গৃহকর্মী প্রেরণে দেশটির সচিব পর্যায়ে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.নমিতা হালদারের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল রাতে দুবাই পৌছেছে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো: সুজায়েত উল্লাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক আহমেদ। দেশটিতে অধীকহারে মহিলা গৃহকর্মী প্রেরণের লক্ষ্যে উভয় দেশের সচিবের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশটিতে দীর্ঘ দিন যাবত পুরুষ কর্মী নিয়োগ বন্ধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে। প্রবাসী সচিব দেশটিতে বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ চালুর দাবী জানাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।