Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হিজাব পরিধানে বাধা দেয়া ধর্ম অবমাননা ও সংবিধান পরিপন্থি -ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণ

সাইদুল আলামিনের বহিস্কার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া আনিকাকে হিজাব পড়ায় ক্লাস রুম থেকে বের করে দিয়ে সহকারী অধ্যাপক সাইদুল আলামিন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, এ অধিকার খর্ব করা বা হিজাব পরিধানে বাধা দেয়া চরম ধর্ম অবমাননা এবং গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ এবং সংবিধান পরিপন্থি। অধ্যাপক সাইদুল আলামিন অনতিবিলম্বে বিশ^বিদ্যালয় থেকে বহিস্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশবাসী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ