রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলী খেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর ৪ বৈশাখ উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট ও স্কুল সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। শত বছরের এ মেলাকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে চলছে উৎসবের আমেজ। প্রতিবছরের ৪ বৈশাখ এটি অনুষ্ঠিত হলেও মূলত একদিন আগ থেকে শুরু হয়ে পরের দিন পর্যন্ত চলে এ মেলার আনুষ্ঠানিকতা। গতকাল থেকে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলার অন্যতম আকর্ষণ বলী খেলা।
মেলা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের জমিদার এরশাদ আলী সরকার এ মেলা চালু করেন প্রায় শত বছর আগে। প্রতিবছরের মতো এবছরও মেলায় বলী খেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হকের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি থাকবেন সংরক্ষিত নারী এমপি ওয়াসিকা আয়শা খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।