Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িচংয়ে র‌্যাব কর্তৃক হাত বোমা নিষ্ক্রিয়

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লার বুড়িচং থানায় বিস্ফোরণকৃত মামলায় জব্দকৃত ৭ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন হাত বোমা গতাকাল দুপুরে র‌্যাব হেড কোয়াটার ঢাকার ডিএডি মো. রায়হানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল টিম এগুলোকে নিস্ক্রিয় করে। বিস্ফোরনের পূর্বে মাইকে এলান দিয়ে জনগণ ও পথচারীকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য ঘোষণা করা হয়। পরে লোকালয় থেকে অনেকটা দূরে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই ৭ টি হাত বোমাকে বুড়িচং থানা পুলিশের সহযোগিতায় মাটিতে পুতে নিষ্ক্রিয় কার্য সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব হেড কোয়াটার ঢাকার ডিএডি মো. রায়হান উদ্দীন ও তাঁর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ টিম, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে, মাইনুদ্দির সহ অন্যান্য পুলিশ ফোর্স । র‌্যাব হেড কোয়াটার ঢাকার ডিএডি মো. রায়হান এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন যে- বড় ধরণের কোন নাশকতা সৃষ্টির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন উক্ত হাত বোমাগুলোকে ব্যবহার করার উদ্দেশ্যে রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ