Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চার বছর পর কনার মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চার বছর পর প্রকাশ হলো কনার নতুন গানের ভিডিও। গানের শিরোনাম ‘রেশমি চুড়ি’। আকাশ সেনের সুর ও সংগীতে কনার গাওয়া নতুন এই গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ইভনেক্স সলিউশনসের ব্যানারে নির্মিত গানের এই ভিডিওটি তৈরি করেছেন কলকাতার শিবরাম শর্মা। ভিডিওতে গান গাওয়ার পাশাপাশি কনা বেশ নেচেছেনও। নাচে যে তিনি পারদর্শী এ ভিডিওর মাধ্যমে দর্শক তা দেখতে পাবেন। কনা বলেন, দীর্ঘ একটা বিরতি দিয়েছি বলেই অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করেছি। এটা আমার গানের শ্রোতা ও ভক্তদের জন্য বাংলা নববর্ষের বিশেষ উপহার। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে এ পর্যন্ত অনেক রেসপন্স পেয়েছি। মজার ব্যাপার হলো, সবাই আমার গানের চেয়ে নাচের প্রশংসাই বেশি করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার বছর পর কনার মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ