রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
দুপচাঁচিয়া উপজেলায় গ্রীষ্মের শুরুতেই দেশের বিভিন্ন স্থানের মতো অনাবৃষ্টির কারণে এবং ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় সাড়ে ৬ হাজার অগভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার মানুষ বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারছে না। এ উপজেলায় অগভীর নলকূপ ২৫ হাজার ৫৪৫টি ও তারা নলকূপ ৬৫৬টি। এর মধ্যে অগভীর নলকূপ ৬ হাজার ৩৮৬টি এবং তারা নলকূপ ৭৭টি অকেজো হয়ে পড়ায় দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বোরো মৌসুম শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ নলকূপে আগের মতো আর পানি উঠছে না। গ্রামাঞ্চলের কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার দিন দিন বাড়ছে। নদীতে পানি প্রবাহ না থাকায় ভূ-গর্ভস্থের পানির এই স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। ফলে খাবারের পানির তীব্র সংকট দেখা দেওয়ায় এলাকাগুলোতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাফিউল ইসলাম “দৈনিক ইনকিলাব”কে জানান, উপজেলায় জনসংখ্যার অনুপাতে নলকূপের সংখ্যা যথেষ্ট নয়। তারপরও এসব নলকূপ অকেজো হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। তবে তারা নলকূপগুলোর যেসব যন্ত্রাংশ নষ্ট হয়েছে সেগুলো মেরামত করলে কিছুটা হলেও খাবার পানির সংকট দূর করা সম্ভব। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবদুল ওয়াদুদ জানান, দূষিত পানি পান করার ফলে পানিবাহিত রোগের প্রকোপ হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, জন্ডিসের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই দূষিত পানি দীর্ঘদিন পান করলে জটিল রোগ এমনকি মরণ ব্যাধি ক্যান্সার হতে পারে। এ ছাড়াও কিডনি রোগ, আলসার, রক্তচাপ, অ্যাজমা, যক্ষ্মা ইত্যাদি রোগের প্রকোপ বাড়তে পারে। সম্প্রতি হাসপাতালে দুষিত পানি সংক্রান্ত বিভিন্ন শিশু রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।