Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সায়েরা রেজা ও শফি মন্ডলের দ্বৈতগান রূপনগর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সুফি ফোক গায়িকা হিসেবে খ্যাত সায়েরা রেজা ও প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল ‘রূপনগর’ শিরোনামের একটি সুফি-ফোক গানে কণ্ঠ দিয়েছেন। পাপের সওদা করবি কত ভব বাজারে, মনকানা তুই চলরে এবার রূপের নগরে-এমন মরমী কথামালার গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা। গানটির সঙ্গীতায়জন করেছেন সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। শিল্পী সায়েরা বলেন, গান সিলেকশনের বিষয়ে আমি অনেক যত্নশীল। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুরে যথেষ্ট পরিপক্কতা রয়েছে। সে কারণেই গানটি করা। তাছাড়া ফোক গানে দ্বৈত কণ্ঠের ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায়না। এ ক্ষেত্রে বাউল শফি মন্ডল ভাই আমার গানে কণ্ঠ দিয়ে গানটির সৌন্দর্য ও আবেদন অনেক বাড়িয়ে দিয়েছেন। আমাদের দ্বৈতকণ্ঠের এই গানে অবশ্যই শ্রোতারা নতুন কিছু পাবেন। শফি মন্ডল বলেন, ভব বাজারে দিন রাত আমরা পাপের সওদা করে যাচ্ছি। কিন্তু পরম প্রভুর সাথে মিলিত হবার প্রধান শর্ত পবিত্র আত্মার আরাধনা। আখেরে অপবিত্র আত্মা নিয়ে কখনো পরম প্রভুর সাথে সাক্ষাৎ করা যাবেনা। তাই নিরাকার সাঁই নিরঞ্জনের সাক্ষাৎ পেতে হলে রূপনগরের সন্ধান করা জরুরী। গানটি আমার খুব ভাল লেগেছে। সায়েরা রেজাও চমৎকার গেয়েছেন। হাবিব মোস্তফা বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল সায়েরা রেজা আপুর কণ্ঠে আমার একটি গান ধারণ করা। এই গানের মধ্য দিয়ে আমার সেই স্বপ্নের বাস্তবায়ন হল। বাউল শফি মন্ডল এই গানে সমপৃক্ত হয়ে গানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। আশা করছি, শ্রোতারা ভাল কিছু পাবেন।
ছবিঃ শায়েরা ও শফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বৈতগান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ