রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বেলতলা ২নং ওয়ার্ড আ.লীগের অস্থায়ী কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অফিসের সামনে টাঙ্গানো একটি নৌকা প্রতীক, সাইনবোর্ড ও অফিসের সাজসজ্জা পুড়ে যায়। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ পান্নু সিকদার জানান, গত রোববার সন্ধ্যায় এই অফিসে আমরা কর্মিসভা করেছি। গতকাল সোমবার ভোরে অফিসে এসে দেখিকে বা কারা রাতের আঁধারে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো জানান, আ.লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন অফিসটিতে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা আ.লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এখন ঢাকায় অবস্থান করছি, তবে ফোনে অগ্নিসংযোগের কথা কথা শুনেছি। কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বেলতলা এলাকায় আ.লীগের অস্থায়ী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।