Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলহাজতে থেকেও চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেল হাজত থেকে অংশগ্রহণ করে ৭নং রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মিজানুর রহমান। তিনি পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের সুনীল কুমার পেয়েছেন ২ হাজার ৯৮ ভোট। জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রকাশের পর জামায়াত-শিবির ও তাদের সমর্থকরা ৪ পুলিশ হত্যাসহ ভাঙচুর-অগ্নিসংযোগ চালানোর মামলা ও ছাত্রলীগ নেতা এসএম খলিলুর রহমান মামুন হত্যাসহ অর্ধ ডজন মামলায় দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেল হাজতে অবস্থান করছেন মিজানুর রহমান। নির্বাচনী তফসিল ঘোষণার পর জেল হাজতে থেকেই তার সমর্থকের মাধ্যমে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাচাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণার পর তার সমর্থক, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার সমর্থকদের দাবি চেয়ারম্যান নির্বাচিত হলেই তিনি জামিনে মুক্তি পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলহাজতে থেকেও চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ