বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওয়াজির চান্দের হাতে মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তারা পরস্পর কুশল বিনিময় করেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সেখানে উভয় দেশের নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারদের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর সাত প্যাকেট মিষ্টি বিজিবির পক্ষ থেকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির জানান, ‘আজ পহেলা বৈশাখ। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সাত প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন সীমান্তে মিলেমিশে তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রতি বছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে করে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ন সম্পর্ক আরও সুদৃড় হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।