Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশে ৩০ বাংলাদেশী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মেরিন পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান বাকি সবাই বাংলাদেশি বলে জানা গেছে। মেরিন পুলিশের কমান্ডার (পি পি এম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, ইন্দোনেশিয়া থেকে ২৪ ঘণ্টার বেশি সময় সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় ঢোকার সময় একটি ট্রলারসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অযাচিত রুটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যক্তি ও অভিবাসী কর্মীদের অ্যান্টি-মাইগ্রেশন অ্যাক্ট (এটিটিসওম) ২০০৭ এবং ইমিগ্রেশন ১৯৫২-৬৩ অনুচ্ছেদ ৫(২) এন্ট্রি ট্র্যাফিকিংয়ের ধারা ৬ এ তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাগরপথে মালয়েশিয়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ