বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম জেলার হাটহাজারী রঞ্জের মন্দাকিনি বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে ২০০৪-০৫ আর্থিক সালের বন বাগান কেটে রাস্তা নির্মাণের অপরাধে ৪ আসামিকে ৬ মাস কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডিতরা হলেন হাটহাজারী উপজেলার উদালিয়া গ্রামের মোঃ টিটু, মোঃ আলাউদ্দিন, মোঃ সুমন ও মোঃ কামাল।
চট্টগ্রাম আদালতের বন মামলা পরিচালক ফরেস্ট রেঞ্জার অরুন বরন চৌধুরী জানান, ২০১৭ সালের ২৫ ফেব্রæয়ারী মন্দাকিনি বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে আসামিরা বনাঞ্চলের গাছ কাটার জন্য বনাঞ্চল কেটে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। সংবাদ পেয়ে মন্দাকিনি বিটের বিট কর্মকর্তা ফরেস্টার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় স্টাফসহ আসামীদের আটক করার চেষ্টা করলে আসামীগন বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রæত জঙ্গলে পালিয়ে আত্মগোপন করে।
এ ঘটনায় বিট কর্মকর্তা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন বন মামলা পরিচালক ফরেস্ট রেঞ্জার অরুন বরন চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।