প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জন ক্র্যাসিনস্কি পরিচালিত হরর ফিল্ম ‘আ কোয়ায়েট প্লেস’। ‘ব্রিফ ইন্টারভিউ উইথ হিডিয়াস ম্যান’ (২০০৯) এবং ‘দ্য হলার্স’ (২০১২) ক্র্যাসিনস্কি পরিচালিত চলচ্চিত্র।
একটি ধ্বংসাত্মক কিছু অন্ধ প্রাণীর আগমনের পর খামারবাসী এক মার্কিন পরিবারকে বেঁচে থাকার জন্য শুধু নিঃশব্দে জীবন যাপনের পদ্ধতির ওপর নির্ভর করা শুরু করে। লি অ্যাবট (ক্র্যাসিনস্কি) এবং তার স্ত্রী এভলিনের (এমিলি বøান্ট) শ্রবণ প্রতিবন্ধী কন্যা রেগানের (মিলিসেন্ট সিমন্ডস) সুবিধার জন্যই মার্কিন সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল। এখন তা তাদের জীবন বাঁচাতে কাজে লাগল। লি বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার একটি উপায় খুঁজতে থাকে। চলতে থাকে এসব প্রাণীর থেকে রক্ষা পাবার চেষ্টা, যদি কেউ জানে তাদের হারাতে, তাদের দুর্বলতা যদি জানা যায়। লি একদিকে যখন এভলিনের জন্য উন্নততর হিয়ারিং এইড পাবার চেষ্টা করে তার সঙ্গে ছেলে মার্কাসকে (নোয়া জ্যুপ) তার অবর্তমানে দায়িত্ব পালনের শিক্ষা দেতে থাকে। এছাড়া সেসব প্রাণী যেন তাদের বাড়ি ফেরার পথ খুঁজে পায় সে চেষ্টায় চলতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।