Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটা বাতিলে রাবি শিক্ষার্থীদের আনন্দর‌্যালী

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সরকারী চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে পাঁচ দফা দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে মেনে নিয়ে সকল ধরণের কোটা ব্যবস্থা বাতিলের প্রধামন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দর‌্যালী করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার আহবায়ক মাসুদ মুন্নাফের নেতৃত্বে র‌্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেতে দেখা যায়। ‘দেশনেত্রীর বাংলায়’. বৈষ্যমের ঠাঁই নাই, প্রধানমন্ত্রী খবর দিলো, কোটা প্রথা বাতিল হলো’, ‘বঙ্গবন্ধুর বাংলায়’, ‘বৈষ্যমের ঠাঁই নাই, ‘জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’, ইত্যাদি বিভিন্ন ধরণের স্লোগান দেন শিক্ষার্থীরা।
তবে কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও আনন্দ র‌্যালীতে শিক্ষার্থীরা ছিল একেবারে কম।
রাবি শাখার আহŸায়ক মাসুদ মুন্নাফ শিক্ষার্থীদের দাবিকে মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানার পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করেন। এর আগে বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় মিছিলে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ