রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্রোতস্বিনি মেঘনা নদীকে বাচাঁতে ভৈরবে ত্রি-সেতু এলাকায় গোসল উৎসবে আয়োজন করেন স্থানীয় পরিবেশবাদী ও সেচ্ছাসেবী সংগঠন ‘দি বø্যাকহোল এসোসিয়েটস। প্রতি বছরের ন্যায় গতকাল শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত গোসল উৎসবের আগে সংগঠনের সদস্যরা মেঘনা নদীকে পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা করতে প্লে-কার্ড নিয়ে নদীর পাড়ে মানববন্ধন করেন। এসময় তারা শপথবাক্য পাঠ করেন। ওই উৎসবে সংগঠনের সদস্য ছাড়াও সমাজকর্মী, ছাত্র ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। উৎসবে আমন্ত্রিতদের বাঙ্গালীর ঐতিহ্য মুড়ি, মুরকি, চিনি ও গুড়ের তৈরী মিঠাই দিয়ে আপ্পায়ন করা হয়। সংগঠনের নেতৃত্ব দেন ‘দি বø্যাকহোল এসোসিয়েটস মেম্বার রাকিবুল হাসান সবুজ, খুলিলুর রহমান লিমন, বিমল চন্দ্র বিশ্বাস ও জাহিদুল ইসলাম রনি। মানববন্ধনে শপথ বাক্য পাঠ করান সামিউজ্জামান সুমন।
সরকারের কেপিআই ভুক্ত এলাকায় মেঘনা নদী ও ব্রীজের নিচে ভৈরববাসীর একমাত্র বিনোদনের জায়গাটি একশ্রেণির দখলদারগণ রেলওয়ে ও সড়ক সেতুর জায়গায় অবৈধভাবে কয়লা মজুদ ও লোড আনলোড়ের মাধ্যমে পরিবেশ দূষণ করলেও রহস্যজনক কারণে তাদেরকে উচ্ছেদ করছে না কর্তৃপক্ষ। অচিরেই তাদের উচ্ছেদ করে নদী ও বিনোদনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।