বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হৃদয় (৯) নামের এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দগ্ধ তার ভাই জিহাদ (৭) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। উচিতপুরা ইউনিয়নের বারইপাড়ায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক এই তথ্য জানান।
ওসি এমএ হক বলেন, ‘দুই শিশুকে মারধর করে কম্বলজাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তাদের মা শেফালী বেগমকে শুক্রবার সকালে আটক করা হয়েছে। তার স্বামী আনোয়ার হোসেন ওমানে থাকেন। মোমেন মিয়া নামের একজনের সঙ্গে শেফালী বেগমের সম্পর্কের কথা জেনেছি। গত রাতে মোমেন শেফালীর বাসায় এসেছিল বলে শেফালী আমাদের জানিয়েছে।’
শেফালী পুলিশ হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তবে, মোমেনকে এখনও আটক করা যায়নি।
ওসি জানান, পলাতক মোমেন শেফালী বেগমের স্বামী আনোয়ার হোসেনের সৎ মায়ের আগের ঘরের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।