পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। পাশাপাশি দু’ শতাধিক কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক এবং নগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুও মনোনয়নপত্র দাখিল করেন। নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিকেল পৌনে ৪টার দিকে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য সেকেন্দার আলী ডালিম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফখরুল আলম, আরিফুজ্জামান অপু, শফিকুল আলম তুহিন, এসএম আসাদুজ্জামান মুরাদ, অ্যাড. বজলার রহমান, অ্যাড. নূরুল হাসান রুবা, এসআর ফারুক প্রমুখ। এর আগে দুপুরে বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এ নিয়ে মেয়র পদে ৮টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫টি জমা পড়েছে। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচনে মেয়র পদে ৮টি, সাধারণ কাউন্সিলর পদে ২৬২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে।
বিএনপি’র মনোনীত কাউন্সিলর প্রার্থী
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ৩১ এবং সংরক্ষিত ১০ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে মহানগর বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী যারা বিএনপির মনোনয়ন পয়েছেন তারা হলেন ওয়ার্ড নং ১ মোঃ মহিউদ্দিন, ওয়ার্ড নং ২ সাইফুল ইসলাম, ওয়ার্ড নং ৩ শেখ গাউস হোসেন, ওয়ার্ড নং ৪ উন্মুক্ত, ওয়ার্ড নং ৫ সাজ্জাদ হোসেন তোতন, ওয়ার্ড নং ৬ শামসুদ্দিন প্রিন্স, ওয়ার্ড নং ৭ সুলতান মাহমুদ পিন্টু, ওয়ার্ড নং ৮ ডালিম হাওলাদার, ওয়ার্ড নং ৯ শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড নং ১০ শেখ ফারুক হিল্টন, ওয়ার্ড নং ১১ সরদার ইউনুস আলী, ওয়ার্ড নং ১২ এইচ এম সালেক, ওয়ার্ড নং ১৩ ইমতিয়াজ আলম বাবু, ওয়ার্ড নং ১৪ শেখ আবুল কালাম, ওয়ার্ড নং ১৫ আব্দুর রহমান ডিনো, ওয়ার্ড নং ১৬ শেখ জামিরুল ইসলাম, ওয়ার্ড নং ১৭ শেখ হাফিজুর রহমান, ওয়ার্ড নং ১৮ হাফিজুর রহমান মনি, ওয়ার্ড নং ১৯ আশফাকুর রহমান কাকন, ওয়ার্ড নং ২০ গাউসুল আযম, ওয়ার্ড নং ২১ মোল্লা ফরিদ আহমেদ, ওয়ার্ড নং ২২ মোঃ মাহবুব কায়সার, ওয়ার্ড নং ২৩ মোঃ সাব্বির হোসেন, ওয়ার্ড নং ২৪ শমসের আলী মিন্টু, ওয়ার্ড নং ২৫ আনিসুর রহমান আরজু, ওয়ার্ড নং ২৬ মনিরুল ইসলাম, ওয়ার্ড নং ২৭ হাসান মেহেদী রিজভী, ওয়ার্ড নং ২৮ ওয়াহিদুর রহমান দীপু, ওয়ার্ড নং ২৯ গিয়াসউদ্দিন বনি, ওয়ার্ড নং ৩০ উন্মুক্ত, ওয়ার্ড নং ৩১ এইচ এম আসলাম।
সংরক্ষিত ওয়ার্ডে যারা মনোনয়ন পেয়েছেন-
ওয়ার্ড নং ১ লায়লা আরজুমান বানু, ওয়ার্ড নং ২ উন্মুক্ত, ওয়ার্ড নং ৩ পাপিয়া রহমান পারু, ওয়ার্ড নং ৪ আফরোজা জামান, ওয়ার্ড নং ৫ আনজিরা খাতুন, ওয়ার্ড নং ৬ হাসনা হেনা, ওয়ার্ড নং ৭ শামসুন নাহার লিপি, ওয়ার্ড নং ৮ আজিজা খানম এলিজা, ওয়ার্ড নং ৯ মাজেদা খাতুন, ওয়ার্ড নং ১০ রোকেয়া ফারুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।