Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেবার মান বাড়াতে আয়বর্ধক প্রকল্প নিচ্ছে -চসিক মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সেবার মান বাড়াতে এবং কর্পোরেশনকে স্বাবলম্বী করতে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এ লক্ষে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, শপিং কমপ্লেক্সসহ চসিক পরিচালিত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় সেবার কাজ এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট পরিদর্শন শেষে মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। মেয়র নাছির বলেন, যুগের চাহিদা অনুযায়ী শাহ আমানত সুপার মার্কেটকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে। এ কাজে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয় করবে কর্পোরেশন।
ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্তাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, মার্কেট উন্নয়ন ও সম্প্রসারণ কাজের দায়িত্বে নিয়োজিত তত্তাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, এস্টেট অফিসার এখলাছ উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ