Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিসা দেওয়ানের মৌলিক গান

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

তিসা দেওয়ানের শুরুটা হয়েছিল তার প্রিয় গায়ক তাহসানের ‘আলো’ গানটি গেয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে। রাঙামাটির একটি ছোট গ্রামের মেয়ে তিসা দেওয়ান। সেখানে বসেই তার প্রিয় গায়ক তাহসানের গান গেয়ে ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে। এতেই ব্যাপক আলোচনায় আসেন তিসা। রাতারাতি অসংখ্য মানুষ তাকে চিনে। সবাই প্রশংসা করে এবং শেয়ার করে ভিডিওটি। তাহসানও বিষয়টি জানলেন। তার গান এত সাধারণভাবে একটি মেয়েকে গাইতে দেখে ছুটে গেলেন রাঙামাটির সেই প্রত্যন্ত গ্রামে। দেখা করলেন তার গানের ক্ষুদে শিল্পী তিসার সাথে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহায়তায় পুরো বিশ্ব দেখলো তাহসান আর তিসা দেওয়ানের এই স্বাক্ষাতের ভিডিওটি। পরবর্তীতে তাহসান রাঙ্গামাটিতেই তিসার সাথে আলো গানটি গাইলেন আবার। এভাবেই একটি সাধারণ মেয়ের স্বপ্ন পূরণ হয়। এরপর পপ সম্রাট আজম খানের গানও তাহসান আর তিসা একসাথে গান। তবে তিসার স্বপ্নযাত্রা এখানেই শেষ হয়নি। তাহসানের সাথে গানে তার সাবলীল গায়কী দেখিয়ে এখন সে সুযোগ পাচ্ছে নিজের মৌলিক গান রেকর্ড করার। ঢাকায় এসে সে গ্রামীণফোনের সহায়তায় শাকের রেজার সুর করা বৈশাখের একটি গান গেয়েছেন। গানটি আসছে পহেলা বৈশাখে। দেখা যাবে গ্রামীণফোনের ফেসবুক পেইজে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিসা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ