Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে ঘোড়দৌড় অনুষ্ঠিত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ ও পৌরসভার সার্বিক তত্তাবধানে শুভ নর্ববর্ষ উপলক্ষ্যে শ্রীপুর গ্রামের যুবসমপ্রদায়ের আয়োজনে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামের বটতলায় গ্রাম বাংলার ঐতিয্য ধারনের লক্ষ্যে ৪০ বছর পূর্বে ঘোড়দৌড় এবং প্রায় ৩০ বছর বন্ধ হয়ে যাওয়া মেলা নতুন করে বাংলা নববর্ষকে বরণের উদ্যেশ্যে শুরু শুরু হয়েছে দুইদিন ব্যাপি বৈশাখী মেলা। ঘোড়দৌড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন। দেশের বিভন্ন জেলার ১৫টি ঘোড়া ঘোড়দৌড়ে অংশ গ্রহণ করে মাগুড়া জেলার মোহাম্মাদপুর উপজেলার পাল্লাহ গ্রামের কুদ্দুসের ঘোড়া ১ম,একই উপজেলার রায়পুর গ্রামর কাঞ্চনের গোড়া ২য় এবং রাজবাড়ী গ্রামের ফুলমিয়ার ঘোড়া ৩য় স্থান লাভ করে। ঘোড়দৌড়ে শতশত নারী-পুরুষ-ঘোড়াদৌড় উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ