Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ইউপি নির্বাচন - বরাদ্দের পূর্বেই পোস্টারে প্রতীক ছাপানোর অভিযোগ

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বেই প্রার্থীরা তাদের দাবীকৃত প্রতীক ব্যবহার করে পোস্টার করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আগামী ৭ এপ্রিল উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পরই সকল দলীয় ও সতন্ত্র প্রার্থীরা পোস্টারসহ সকল প্রচার-প্রচারণায় প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু শ্রীপুরে প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীগণ ইতিমধ্যেই দলীয় প্রতীক নৌকা ও ধানের শীষ প্রতীক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে। গতকাল রোববার দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে গিয়ে দেখা যায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মারজিয়া আক্তার ইভা তালগাছ মার্কা প্রতীক সম্বলিত পোস্টার ছাপিয়ে দোকানে লাগিয়ে রেখেছেন। এ ব্যাপারে মারজিয়া আক্তার ইভা বলেন, তিনি এটি পরীক্ষামূলকভাবে ছাপিয়েছেন। বরমী ও কাওরাইদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন জানান, বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থীই প্রচার প্রচারনায় প্রতীক ব্যবহার করতে পারবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে ইউপি নির্বাচন - বরাদ্দের পূর্বেই পোস্টারে প্রতীক ছাপানোর অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ