নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এএফসি কাপে নিজেদের প্রথম জয় পেয়েছে আবাহনী। ভারতরে আই-লিগ চ্যাম্পিয়ন আইজল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে দিয়েছে সাইফুল বারী টিটুর দল। ভারতের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল ‘ই’ গ্রæপের ম্যাচে তিনটি গোলই হয় প্রথমার্ধে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সফকারী আবাহনী। এমেকা ডারলিংটনের বাড়ানো বল ধরে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যেভেদ করেন রুবেল মিয়া। সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলিসন উডোকা। ৩৭তম মিনিটে সানডে চিজোবার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে স্কোরলাইন ৩-০ করে দেন জাপানি মিডফিল্ডার সেইয়া কোজিমা। দ্বিতীয়ার্ধেও আইজল ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। এসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের কাছে ও দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলের একই ব্যবধানে হেরেছিল আবাহনী। আগামী ২৫ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি পর্বের ম্যাচে আইজলের মুখোমুখি হবে আবাহনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।