Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরে মারা যায় ১৬শ’ মানুষ

বিশ্ব পারকিনসন্স দিবস পালিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আমাদের আশপাশে অনেকেরই হাত অনবরত কাঁপতে থাকে। এ ধরনের ব্যক্তিরাই পারকিনসন্স রোগে আক্রান্ত। এটি বেশ পুরোনো রোগ। ১৮১৭ সালে জেমস পারকিনসন ছয় ব্যক্তিকে পরীক্ষা করে এ রোগ সম্বন্ধে বর্ণনা দেন। তাঁর নামানুসারে এ রোগের নাম রাখা হয়েছে। দেশে আক্রান্ত রোগীর সঠিক পরিসংখ্যান না থাকলেও এ রোগে আক্রান্তের সংখ্যা কম নয়। বছরে দেশে পারকিনসন্স রোগে মারা যান ১৬০০ মানুষ। এই হার ক্রমবর্ধমান। পরিসংখ্যান মতে, ব্রিটেনে প্রতি ৫০০ জনে একজন পারকিনসন্স রোগে আক্রান্ত হচ্ছেন। এ রোগের কোনো প্রতিষেধক না থাকলেও রোগের লক্ষণ কমানোর জন্য কিছু ওষুধ সেবন করতে হয়। লেভোডোপা ও কার্বিডোপা সেবনে লক্ষণগুলো অনেকাংশে কমে যায়। এখন পর্যন্ত পারকিনসন্স রোগের এটাই সেরা ওষুধ। এ ছাড়া ব্রোমোক্রিপটিন, সেলেজিলিন, এমানটিডিন, অ্যান্টিকলিনার্জিক ওষুধ ব্যবহার করা হয়। এ ছাড়া সার্জারি করা যায়। তবে আমাদের দেশে এই সুযোগ নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে, এ রোগ পুরোপুরি ভালো হয় না। তাই আক্রান্তদের ওষুধ সেবনের পাশাপাশি জীবনযাপনের ধরন পরিবর্তন করা জরুরি। এদিকে নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে গতকাল বিভিন্ন আয়োজনে দেশব্যাপি বিশ্ব পারকিনসনস দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ’র) বটতলায় দিবস উপলক্ষ্যে এক র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান, নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এ কে এম আনিসুল হক, বিশিষ্ট নিউরোলজিস্ট প্রফেসর ডা. ফিরোজ আহম্মদ কোরাইশি, বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম এ হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, নিউরোলজি বিভাগের প্রফেসর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. আবু নাসার রিজভী, নিউরোলজি বিভাগের প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. হাসান জাহিদুর রহমান, প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ