Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা সংস্কারের দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন-অবরোধ

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ৫:৪৫ পিএম

সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ- সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বুধবার সকাল ৯টায় ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা পদ্ধতির সংস্কার চাই’- এই শ্লোগানে ও ৫ দফা দাবিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরে অবিলম্বে মেধাবীদের সুযোগ দিতে কোটা পদ্ধতির সংস্কারের জোর দাবি জানান। তা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে মানববন্ধন করা হয়। তারা কিছু সময় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ রাস্তার অপর পারে অবস্থান নেয়। এ সময় ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতারা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচী শেষ করেন। কয়েকজন শিক্ষার্থীও জানান, এই দাবি শুধু সাধারণ শিক্ষার্থীদের নয়, ছাত্রলীগ নেতারাও লেখা পড়া করেন। তাদের উচিত এই ন্যায় দাবির সাথে একাত্মতা প্রকাশ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ