Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ৫:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন। এই আন্দোলন যেন বিদ্বেষ বা বিভেদের (ডিভাইসিভ) রাজনীতির শিকার যেন না হয়। দয়া করে ধৈর্য ধরুন। প্রধানমন্ত্রী বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবেন, তিনি কী বলবেন, তাঁর মুখ দিয়ে শুনুন।’ তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না, কোনো অপপ্রচারে কান দেবেন না।’

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এক বক্তব্যের বিষয়ে মন্ত্রী কাদের বলেন, ‘ব্যক্তিগত কোনো বক্তব্য তিনি মন্ত্রী হোক না কেন, এই বক্তব্য তাঁর ব্যক্তিগত। সরকারের বক্তব্য আমি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সরকারের বক্তব্য দিয়েছি। এর বাইরে কে কী বলল, তা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীল কথা বলা উচিত। তারা দায়িত্বজ্ঞানহীন কথা বললে কীভাবে হবে? সবাইকে আহ্বান জানাব দায়িত্বশীল বক্তব্য দেওয়ার জন্য। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষ কষ্ট পাবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলন কারও মুক্তি আন্দোলনে প্রতিষ্ঠা করা যায়, সেই মতলব অনেকের আছে। কোটা আন্দোলনের মধ্যে ঢুকে তাদেরও একটা দুরভিসন্ধি থাকতে পারে। কোনো স্বার্থান্বেষী মহলের শিকার যেন ছাত্ররা না হন, সে পরামর্শও দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন তাঁদের আন্দোলনে থাকেন। কোনো অশুভ রাজনীতির কালো ছায়া যেন তাঁদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে। ওই সব রাজনীতিকের হাতে আন্দোলন চলে গেলে আন্দোলনকারীরা ও দেশ ক্ষতিগ্রস্ত হবে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলমের সভাপতিত্বে সভায় উপকমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ