Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ চলছে

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ এএম | আপডেট : ১২:২৩ পিএম, ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কারের দাবি, মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ ও পুলিশী হামলার প্রতিবাদে ৩য় দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সাড়ে ১০ টার দিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। তারপর সেখানে কোটা সংস্কার, মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহারের দাবি ও পুলিশী হামলার প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

এই অবরোধের কারণে দেশের দক্ষিণ- উত্তর অঞ্চল ও ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন আটকা পড়েছে। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা আরিচা মহাসড়ক।

এদিকে পুলিশ জলকামান, টিয়ারশেল, কাঁদানে গ্যাস ইত্যাদি নিয়ে রণপ্রস্তুতি গ্রহণ করে আছে। যে কোন সময় আক্রমণে যেতে পারে আশুলিয়া থানা পুলিশ।

আন্দোলনকারীরা জানিয়েছেন পুলিশ যদি আজ শিক্ষার্থীদের উপর হামলা করে তাহলে ঢাকা-আরিচা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হবে।

অন্যদিকে আজও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। বিভাগগুলোতে খোজ নিয়ে জানা গেছে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি।



 

Show all comments
  • abul basher ১১ এপ্রিল, ২০১৮, ৪:২৮ পিএম says : 0
    lika gulo asposso podta valo laga( thanks for newspepar)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ