Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাটল অবরোধ করে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১১:৩৭ এএম | আপডেট : ৩:৩৫ পিএম, ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কারের দাবিতে শাটল ট্রেন আটকে চট্টগ্রাম নগরীর ষোল শহরে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর ষোল শহর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে আন্দোলনের সমর্থনে স্লোগান দিতে থাকে তারা । এ সময় চবি শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন অবরোধ করে আন্দোলন কারীরা। তবে সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তিনটা ট্রেন ছেড়ে গেলেও তা মূলত ক্যাম্পাস থেকে যাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ষোল শহর আসতে পারে এ জন্যই তিনটি ট্রেন চলতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শত শত আন্দোলনকারীরা ষোল শহর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে শাটল ট্রেন অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

আন্দোলনে অংশ নেয়া চবি মার্কেটিং বিভাগের জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থী বলেন, দুই মন্ত্রীর দু'রকম বক্তব্যে আমরা আমরা বিভ্রান্ত হয়েছি। এখন আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য না পাওয় পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।

বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখার সমন্বয়কদের একজন তোফায়েল আহম্মেদ ইনকিলাবকে বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। তবে সরকারের দুই মন্ত্রীর বিভ্রান্তিকর মন্তব্য দেওয়ায় আমরা রীতিমত হতাশ হয়েছি। তাই আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত অনুযায়ী এ আন্দোলন নামছি। যতক্ষন না প্রধান মন্ত্রীর কাছ থেকে আমরা সুনির্দিষ্ট আশ্বাস না পাব ততক্ষন আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। এ অভিযোগে সোমবার দিনব্যাপী শাটল অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন করেছিলেন চবি শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ